উসেইন বোল্ট
ব্রিটিশ ক্রিকেটে এখন বর্ণবিদ্বেষ নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। এই বিতর্কে ২২ গজে একেবারে টালমাটাল অবস্থা। সেই প্রভাব কিন্তু পড়েছে বিশ্ব ক্রীড়া জগতের উপর। এই বর্ণবিদ্বেষ নিয়ে এ বার সরব হলে উসেইন বোল্ট। তিনি জানিয়ে দেন, নিজেও তিনি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। গায়ের রং-এর তফাৎটা এখনও রয়ে গেছে। আর এই নিয়েই যত বিতর্ক। খবর হিন্দুস্তান টাইমস।
মঙ্গলবার ২০২১ এইচটি লিডারশিপ সামিটের প্রথম দিনেই বর্ণবিদ্বেষ প্রসঙ্গে বোল্ট বলেন, ‘গায়ের রং-টা এখনও গুরুত্বপূর্ণ বিষয়। আর এটাই তফাৎ গড়ে দেয়। আমাকেও বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে। তবে আমি সব সময়ে পজিটিভ থাকার চেষ্টা করি। এটা সত্যি বড় সমস্যা। আমি মনে করি, সকলের এই বিষয়ে মুখ খোলা উচিত। আমরা এই বিষয়টি নিয়ে কী ভাবছি, সেটা সকলতে জানানো উচিত। আর ক্রীড়াজগতের মাধ্যমে এর প্রতিবাদ করলে, বড় প্রভাব পড়বে। তাই এই বিষয়টি বন্ধ করতে ক্রীড়াবিদদের এগিয়ে আসা উচিত।’
শুধু বর্ণবিদ্বেষ নয় ডোপিং নিয়েও সরব হয়েছেন বোল্ট। ডোপিং প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ডোপিং বিষয়টি খুব খারাপ। এই বিষয়ে ক্রীড়া সংস্থাগুলোর অনেক বেশি কড়া মনোভাব দেখানো উচিত। নিজের জীবনের উদাহরণ দিয়ে বলতে পারি, আমি সম্মানজনক জীবন কাটাতে চেয়েছি। আমাকে দেখে অনেক বাচ্চাও শেখে। আমি চাই, ওরা জানুক কত কষ্ঠ করে উসেইন বোল্ট নিজের পায়ে দাঁড়িয়েছে। এখানে কোনও সর্টকাট চলে না। পরিশ্রম করলে তবেই ফল পাওয়া যায়।’ ডি-ইভূ