ঢাকা টেস্টে কেমন হতে পারে টাইগার একাদশ?

রাত পোহালেই ৪ ডিসম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। প্রথম টেস্ট ৮ উইকেটে হারের পর স্কোয়াডের সদস্যসংখ্যা ফের বাড়ানো হয়েছে। এক টেস্টের জন্য যেটার সংখ্যা ২০ জন! ইনজুরি কাটিয়ে ফিরেছেন সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। শনিবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচে কেমন হতে পারে টাইগার একাদশ?

ওপেনিং জুটির সমস্যা বাংলাদেশকে অনেকদিন ধরে ভোগাচ্ছে। মিরপুরে যে তার উন্নতি হবে- এমন আশা করা বৃথা। চট্টগ্রাম টেস্টে ব্যর্থ হলেও সাদমান টিকে যাবেন। বাদ পড়বেন সাঈফ হাসান। সাদমানের সম্ভাব্য সঙ্গী হতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দলে ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈম ও মাহমুদুল হাসান থাকলেও শান্তকে তিন নম্বর থেকে তুলে আনার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে অধিনায়ক মুমিনুল হক তিন নম্বরে প্রমোশন পাবেন। পরের ব্যাটিং লাইনআপটা সহজ।

চার নম্বরে নামবেন মুশফিকুর রহিম। পাঁচে সাকিব আল হাসান। ছয়ে লিটন দাস। সাতে ইয়াসির আলী। এরপর আটে থাকবেন মেহেদী হাসান মিরাজ। তাইজুলের জায়গা নয় নম্বরে। আবু জায়েদের জায়গায় পেসার হিসেবে তাসকিনের ফেরা প্রায় নিশ্চিত। ইবাদত ব্যর্থ হলেও টিকে যাবেন। স্পিন আক্রমণে থাকবেন সাকিব আর তাইজুল। সাকিবের মতো অলরাউন্ডারের উপস্থিতি যেকোনো দলকেই অনেক নির্ভার করে। ঢাকা টেস্টেও বাংলাদেশ নিশ্চয়ই দুশ্চিন্তামুক্ত হয়েই মাঠে নামবে।

ঢাকা টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

LEAVE A REPLY