ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। আগামীকাল শনিবার সকালে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলে পৌঁছানোর শঙ্কা রয়েছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বিশাখাপত্তম থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে নিম্নচাপটির সৃষ্টি হয়। পরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এটি।

আজ শুক্রবার সকালে এটি বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ-পশ্চিমে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 

ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, পরবর্তী ১২ ঘণ্টায় এটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। 

আগামিকাল শনিবার উপকূলে পৌঁছানোর সময় তীব্র ঝড়ের গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় জাওয়াদ আসতে পারে বলে সতর্ক করে দিয়েছে আইএমডি।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY