দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত্যু বাড়েনি, উপসর্গ মৃদু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিভিন্ন দেশকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলেছে। সেই সাথে আতঙ্ক থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে। এমনকি সবাইকে সতর্কতার সাথে আশাবাদী হওয়ার কথা বলেছে।

কারণ দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা লাফিয়ে বেড়ে যায়নি। এমনকি নতুন ওমিক্রন ভেরিয়েন্ট আগের ডেল্টা রূপের চেয়ে বেশি প্রাণঘাতী নয়। ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর ঘটনাও ঘটেনি।

গতকাল বৃহস্পতিবারই ডাব্লিউএইচও দেশগুলোকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছে। সংস্থাটির দাবি, এটি ডেল্টা ভেরিয়ান্টের চেয়ে শক্তিশালী নয়। 

বেশিরভাগক্ষেত্রে ওমিক্রন আক্রান্তদের মাথাব্যথা হচ্ছে, বমি বমি ভাব থাকছে, মাথা ঘোরাচ্ছে, রক্তচাপ বেশি থাকছে। দক্ষিণ আফ্রিকার হাসপাতালগুলোর চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।

অথচ, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বেশ কিছু দেশ এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপসহ নানা ধরনের কড়াকড়ি শুরু করে দিয়েছে।

সাউথ আফ্রিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান ডা. অ্যাঞ্জেলিক কোয়েটজে বলেছেন, চিকিৎসাগতভাবে দেখা যাচ্ছে এই প্রতিক্রিয়া মিলছে না। ওমিক্রন নিয়ে এ ধরনের প্রতিক্রিয়া প্রতারণা বলে মনে করছেন তিনি।

তিনি আরো বলেন, আমরা দেখছি যে, ওমিক্রনে আক্রান্তদের উপসর্গ মৃদু। বর্তমানে আমরা যা দেখছি, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই নেই।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বেশিরভাগক্ষেত্রে ওমিক্রন রোগীর উপসর্গ মৃদু দেখেছেন আমাদের চিকিৎসকরা। আমাদের চিকিৎসকরা বড় ধরনের ঝুঁকিতে পড়া রোগী দেখেনি। এর সম্ভাব্য কারণ হলো- বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি বয়সে তরুণ।
সূত্র: দ্য জিম্বাবুয়ান।

LEAVE A REPLY