করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর প্রায় দুই বছর কেটে গেছে। এতোদিন করোনার ধাক্কা থেকে বেঁচে ছিল কুক আইল্যান্ড। তবে এবার আর রক্ষা হলো না।
জানা গেছে, কুক আইল্যান্ডে করোনা আক্রান্ত প্রথমজন শনাক্ত হয়েছে। এদিকে সই দ্বীপে ১৭ হাজার জনগণ করোনা টিকা নিয়েছেন। সেখানকার ৯৬ শতাংশ বাসিন্দা করোনার দুই ডোজ টিকা নিয়েছে।
করোনা শনাক্ত হয়েছে ১০ বছর বয়সী এক ছেলে। গত বৃহস্পতিবার বিমানে করে দ্বীপে যাওয়ার পর কোয়ারেন্টিনে ছিল সে। প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন এক বিবৃতিতে বলেছেন, ছেলেটি নিউজিল্যান্ড থেকে এসেছে।
তিনি আরো বলেন, আমরা আমাদের সীমান্ত পুনরায় খুলে দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছি। এই সংক্রমণ চিহ্নিত করার মাধ্যমে আমাদের পরীক্ষাব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।
জানা গেছে, বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরু হলে সীমান্ত বন্ধ করে দেয়
দ্বীপটি। আগামি ১৪ জানুয়ারি থেকে নিউজিল্যান্ড থেকে যাওয়া পর্যটকদের
কোয়ারেন্টিন মুক্ত রাখার পরিকল্পনা করছিল দ্বীপটি।
সূত্র: এনডিটিভি।