ছেলে স্কুলে গুলি চালিয়েছে, অভিভাবককে খুঁজছে মার্কিন পুলিশ

যুক্তরাষ্ট্রের মিশিগানের স্কুলে চারজন শিক্ষার্থীকে এক কিশোর গুলি চালিয়ে হত্যার ঘটনায় তার অভিভাবককে খুঁজছে পুলিশ। ক্রিসমাসের উপহার হিসেবে বন্দুক কিনতে দেওয়া এবং সতর্ক করে না দেওয়ার অভিযোগে তাদের খোঁজ করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে জেমস এবং জেনিফার ক্রুম্বলে’কে পলাতক উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত শুক্রবার তারা আদালতে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি অকল্যান্ড কাউন্টি শেরিফ অফিস তাদের ফেসবুকে পোস্ট করে জানিয়েছে।

অকল্যান্ড কাউন্টি শেরিফ মিশেল বৌচার্ড বলেছেন, তারা যদি মনে করে যে, তারা পালিয়ে থাকতে পারবে; কিন্তু তারা তা পারবে না।

১৫ বছর বয়সী ইথান মিশিগানের স্কুলে চারজনকে গুলি করে হত্যা করার তিন দিন পর তার অভিভাবকদের গ্রপ্তারি পরোয়ানা জারি হলো। যুক্তরাষ্ট্রের স্কুলে সর্বশেষ বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে ইথানের খামখেয়ালিতে।

যদিও অভিযুক্তদের আইনজীবীর দাবি, তারা আদালতে হাজির হতে পারেননি ঠিকই, তবে তারা পালিয়ে যাননি।
সূত্র: রয়টার্স।

LEAVE A REPLY