‘বাংলাদেশের পেসারদের ১০ এর মধ্যে ৫-৬ দিব’

মুস্তাফিজুর রহমান টেস্টে নেই অনেকদিন হলো। নিজেকে নতুন করে ফিরে পাওয়া তাসকিন আহমেদও চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি। চট্টগ্রাম আর ঢাকা মিলিয়ে এখন পর্যন্ত আবু জায়েদ, এবাদত হোসেন আর খালেদ আহমেদকে দেখা গেছে বল করতে। কেউই বলার মতো কিছুই করতে পারেননি। চলতি ঢাকা টেস্টেও এবাদত-খালেদ কোনো উইকেট পাননি। বরং বাজে লাইন-লেংথে বল করে রান গুনেছেন দেদারসে। 

kalerkantho

আজ রবিবার দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। দিনের বাকি খেলা পরিত্যক্ত হওয়ার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টাইগার ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল পেসারদের পারফর্মেন্স নিয়ে বলেন, ‘ওইভাবে যদি মূল্যায়ন করি… আসলে ভালো না। প্রথম বলটা চার হয়েছে…।  দুইজন পেস বোলার আমরা খেলিয়েছি। কন্ডিশন আমাদের অনুকূলে ছিল। কিন্তু সেই অনুযায়ী আমরা পারফর্ম করতে পারিনি। এটা বাস্তবতা। পাকিস্তানের পেসারদের সঙ্গে যদি তুলনা করি, ওরাই আমাদের ডমিনেট করছে। উইকেট নিচ্ছে। আমাদের পেসাররা পারছে না। উইকেট নিতে গিয়েই হয়তো তাদের (মানসিক) জায়গাটা নড়ে যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে।’ 

ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। ফাইল ছবি 

আসন্ন নিউজিল্যান্ড সফরে পেস সহায়ক কন্ডিশন পাবে বাংলাদেশের পেসাররা। যদিও সেখানে টাইগারদের রেকর্ মোটেও ভালো নয়। পরাজয় ছাড়া কিছুই জোটে না। নিউজিল্যান্ড সফরে পেস ইউনিটের কাছে প্রত্যাশার বিষয়ে মিজানুর রহমান বাবুল বলেন, ‘আমরা সবাই জানি নিউজিল্যান্ডে পেস বান্ধব উইকেট থাকে। সেখানে বাংলাদেশের সেরা পেস ইউনিটটাই যাচ্ছে। এখন পর্যন্ত যারা উইকেট পাচ্ছে, জোরে বল করতে পাচ্ছে… তাসকিন যাচ্ছে, এবাদত দিনে দিনে উন্নতি করছে।’

মিজানুর আরও বলেন, ‘এই ম্যাচে স্ট্যান্ডবাই শহীদুল আছে, শরীফুল আছে। তো আমরা বেস্ট বোলিং ইউনিট নিয়েই যাচ্ছি। আশা করি সেখানে ছেলেরা ভালো বোলিং করবে। যদি তারা ভালো জায়গায় বল করতে পারে, ভিন্ন কন্ডিশনে ভিন্ন লাইন লেন্থে বল করতে হবে। অনুশীলন এবং প্র্যাকটিস ম্যাচে যদি আমরা ভালো শুরু করি, রেকর্ড যদিও ভিন্ন কথা বলে; তবু নিউজিল্যান্ডে ভালো করব।…  অন্যান্য দেশের পেসারদের সঙ্গে যদি তুলনা করেন তাহলে আমাদের পেসারদের ১০ এর মধ্যে ৫-৬ দিব।’

<

LEAVE A REPLY