বৃষ্টির কারণে রবিবার বিকেলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে আজ একটি বলও মাঠে গড়ায়নি। আনুষ্ঠানিকভাবে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে মাত্র ৬.২ ওভার খেলা হয়েছিল। ঢাকা টেস্টের প্রথম দিনেও হানা দিয়েছিল বৃষ্টি। ৩৩ ওভার কম খেলা হয়েছে আলোকস্বল্পতা এবং বৃষ্টির কারণে। উল্লেখ্য, ঢাকা টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে আছে বাবররা। সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।