পরিবারকে না জানিয়ে বিয়ে করেছেন ১৯ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় ওই তরুণীর শিরশ্ছেদ করেছে তার ভাই। তারপর পরিবারের লোকজন বাড়ির বাইরে বের হয়ে উল্লাস করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে। সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, শিরশ্ছেদের শিকার তরুণী গর্ভবতী ছিলেন। তার কাটা মাথা প্রতিবেশীদের দেখিয়েছেন মা শোভা সঞ্জয় মোটে এবং ভাই সঙ্কেত সঞ্জয় মোটে। না জানিয়ে বিয়ে করার বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তার শিরশ্ছেদ করেছেন পরিবারের লোকেরা। আর এ ঘটনাকেই উৎকৃষ্ট বলে মনে করেছে তারা।
নিহত তরুণীর ভাই প্রতিবেশীদের জানিয়েছে, বোন না জানিয়ে বিয়ে করার কারণে তার শিরশ্ছেদ করে পরিবারের সম্মান ফেরানো হয়েছে।
পুলিশ বলছে, অভিযুক্ত ভাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন।
সূত্র: এএনআই।