অভিষেকে ‘ডাক’ মারলেন জয়

বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের আজ চলছে চতুর্থ দিন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৪ উইকেটে ৩০০ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে খুবই বাজে। ১ রানেই হারিয়েছে ১ উইকেট।

অভিষেক ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তার উইকেটটি পেয়েছেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৯ রান। নাজমুল হোসেন শান্ত ৪ ও সাদমান ইসলাম ২ রানে ব্যাট করছেন।

এর আগে, ৩০০ রান তোলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ২ উইকেটে ১৮৮ রান নিয়ে আজ মাঠে নামে বাবর আজমরা। দলীয় ১৯৩ রানের মাথায় ৫৬ রান করা আজহার আলীকে সাজঘরে পাঠান পেসার এবাদত হোসেন। এরপর দলীয় ১৯৭ রানে বাবর আজমকে ফেরান আরেক পেসার খালেদ আহমেদ। পাক দলপতির সংগ্রহ ৭৬ রান। এরপর জুটি গড়েন ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে গড়েন অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটি।

ফাওয়াদ আলম ৫০ ও মোহাম্মদ রিজওয়ান ৫৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। একটি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। ১৯ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি সাকিব আল হাসান।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে আছেন বাবররা। সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

LEAVE A REPLY