ইমনকে র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে  ডা. মুরাদ হাসান, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ওই অডিও ক্লিপ ফাঁসের সূত্র ধরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাদের জন্য মঙ্গলবার বিকেলে র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যই র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়। 

তার আগে সোমবার এবং আজ দুই দফা রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন ইমন। সেখানে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন তিনি।
 
মঙ্গলবার ইমনকে র‌্যাব কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

অডিও ফাঁসের ঘটনার পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন ইমন। সোমবার রাত ৮টার দিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন অভিনেতা ইমন। 

মঙ্গলবার দুপুরে ফের ডিবি কার্যালয়ে গেলেন মামনুন ইমন। এ বিষয়ে ইমন ডিবি কার্যালয় থেকেই কালের কণ্ঠকে বলেন, গতকাল রাত থেকে একাধিক অজ্ঞাত ফোন আসা শুরু হয়েছে আমার ফোনে। এ জন্য ডিবি কার্যালয়ে এসেছি। হারুন ভাইকে জানিয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন এসে নম্বরগুলো যেন দেখিয়ে যাই। এ জন্যই এসেছি। চলে যাব একটু পরেই।  

LEAVE A REPLY