যে মনোবাসনা নিয়ে মক্কা ত্যাগ করবেন মাহিয়া মাহি

কথোপকথন ফাঁসের ঘটনায় ফেসবুকে নতুন পোস্ট দিয়েছেন মাহিয়া মাহি। ওমরাহ করতে সৌদি আরব অবস্থানরত অভিনেত্রী পোস্টে বলেন, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মায়ের (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

এর আগে কথোপকথন ভাইরাল হওয়ার পর সোমবার রাতে ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন মাহি। দুই মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওটিতে তিনি বলেন, ‘আমি সেদিনও বলেছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটুকু আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে।’

তিনি আরো বলেন, ‘আজকেও আমি আরো একবার ভীষণভাবে বিব্রত। নিজের কাছে তো বটেই, দেশবাসীর কাছে আরো একবার ছোট হলাম। আপনারা নিজের থেকে একবার চিন্তা করে দেখবেন এই ভাষার অথবা এই ব্যবহারের প্রত্যুত্তর আমার আসলে কী দেওয়া উচিত ছিল। কিছু বলার ভাষা সেদিন ছিল না, সে জন্যই সেদিন প্রতিবাদ করিনি।’

LEAVE A REPLY