না মানে না, স্বামীর বিশেষ ডাকে নারীর সম্মতির ধারণা ছড়াচ্ছে গুজরাটে

ভারতের গুজরাটের ৭৮ শতাংশ নারী এবং ৬৯ শতাংশ পুরুষ মনে করেন, বিবাহিত নারীরা চাইলে স্বামীর বিশেষ ডাকে সাড়া না দিয়ে বিষয়টি প্রত্যাখ্যান করতে পারবেন। ভারতের জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় যারা এ ব্যাপারে মত দিয়েছেন, তাদের বক্তব্য হলো- বিবাহিত কোনো নারী যদি মনে করেন, তার স্বামী বিশেষ সম্পর্কের মাধ্যমে তাকে সংক্রমিত করতে পারেন, সে ক্ষেত্রে তিনি স্বামীর ইচ্ছাকে প্রত্যাখ্যান করতে পারেন। এমনকি স্বামীর সঙ্গে ওই মুহূর্তে সম্পর্কে জড়ানোর ইচ্ছা না থাকলেও কোনো নারী সরাসরি তা নাকচ করে দিতে পারবেন। ২০১৯-২০ সালে সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

নারীরা তাদের ইচ্ছার ব্যাপারে সচেতন হওয়ার হার আগের তুলনায় বেড়েছে। পুরুষরা নারীদের ইচ্ছার গুরুত্ব আগের তুলনায় বেশি দিচ্ছেন বলে সমীক্ষায় উঠে এসেছে।

এর আগে ২০১৫-১৬ তে সমীক্ষায় দেখা গেছে, ৬৫ শতাংশের কম নারী মনে করতেন, বিয়ের পরেও স্বামীর বিশেষ ডাকে সাড়া না দেওয়ার অধিকার তাদের আছে।

গুজরাটের পাশের রাজ্য মহারাষ্ট্রে অবশ্য নারীদের সচেতনতার হার আরও বেশি। সেখানকার ৮৬ শতাংশ নারী এবং ৭৬ শতাংশ পুরুষ মনে করেন, বিবাহিত নারীরা চাইলেই তাদের স্বামীর বিশেষ ডাকে সাড়া দেওয়া থেকে বিরত থাকতে পারেন। নিজের মর্জিমাফিক এই অধিকার নারীদের আছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া। 

LEAVE A REPLY