‘নিঃস্বার্থভাবে অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে’

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পেতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, এখনো সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। অপরাধ ও অপরাধীদের সংখ্যা বাড়ছে। আদালতে মামলার জটলা ও বিচারপ্রার্থীর সংখ্যা বাড়ছে। তাই মানবাধিকার কর্মীদের আরো সক্রিয় হতে হবে।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুর রহিম খানের সভাপতিতত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ভার্চুয়ালী যুক্ত হন। তিনি অনুষ্ঠানের সফলতা কামনা করেন এবং মানবাধিকার রক্ষায় দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডক্টর আব্দুর রহিম খান বলেন, যেখানেই মানুষের অধিকার হরণ করা হবে, সেখানেই আপনাদেরকে ছুটে যেতে হবে। নি:স্বার্থভাবে অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মানবাধিকার রক্ষায় আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বক্তারা বলেন, মানুষের মৌলিক পাঁচটি অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সামাজিক নিরাত্তা মানুষের জন্মগত অধিকার। এই অধিকার নিশ্চিত করার মাধ্যমেই মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ফাউণ্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল ও পরিচালক মো. রোকনুজ্জামান রকি ভূইয়া, অ্যাডভোকেট বাবলি আক্তার, সাংবাদিক সিদ্দিকুর রহমান প্রমূখ।

LEAVE A REPLY