যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জন ছাড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে কেনটাকিসহ কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
অ্যান্ডি বেশেয়ার বলেন, কেন্টাকিতে শুক্রবার রাতের ঝড়ে ৭০ জনেরও বেশি লোক মারা গেছে, যার মধ্যে একটি মোমবাতি কারখানার কয়েক ডজন রয়েছেন। মৃতের সংখ্যা আরও ১০০এর উপরে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।এটিই রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেছেন বেশিয়ার।
পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। হপকিন্স কাউন্টিতে তীব্র ঝড়ের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে।ঘূর্ণিঝড়ের কারণে কেনটাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে