নরউইচ সিটির বিরুদ্ধে ম্যানইউর ত্রাতা আবারও রোনালদো

নরউইচ সিটির বিরুদ্ধে গোল করার পর রোনালদো

পয়েন্ট টেবিলের নিচের সারির দল নরউইচ সিটির বিরুদ্ধে জয় খুঁজে পাচ্ছিল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকে, খেলার একটা সময় ড্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোন অঘটন হয়নি। প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউ।

রেড ডেভিলসদের ত্রাতার ভূমিকায় আসেন দলের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার একমাত্র গোলে নরউইচ সিটির বিরুদ্ধে স্বস্তির জয় তুলে নেয় ম্যান ইউ। বিরতির ঠিক আগে আবারও গোলরক্ষকের নৈপুণ্যে বেঁচে যায় নরিচ। ছয় গজ বক্সের মুখে ঠিকমতো হেড করতে পারেননি হ্যারি ম্যাগুইয়ার। তবে বল তার মাথায় লেগে ক্রসবার ঘেঁষে জালে ঢুকতে যাচ্ছিল। শেষ মুহূর্তে কোনো মতে কর্ণারের বিনিময়ে ঠেকান ক্রুল।

এদিন ম্যাচের ৫৩ ভাগ সময় বল দখলে রেখেও সুবিধা করতে পারছিল না ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। এ সময় ১৩ বার আক্রমণ করে। যার পাঁচটি ছিল অনটার্গেট। বিপরীতে ১১ আক্রমণে সমান পাঁচটি অনটার্গেট ছিল নরউইচ সিটিরও। কিন্তু, লম্বা সময় গোলহীন ছিল দুদলই। ম্যাচের প্রথমার্ধে আক্রমণে ধারহীন নরউইচ ৫৬তম মিনিটে দারুণ একটি সুযোগ পায়।

তবে ডি-বক্সের মুখ থেকে ফিনল্যান্ডের ফরোয়ার্ড তেমু পুক্কির জোরালো শটে ঝাঁপিয়ে এক হাত দিয়ে কোনো মতে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান দাভিদ দে হেয়া। চার মিনিট পর অন্য পাশে মার্কাস র‌্যাশফোর্ডের নিচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৭৫তম মিনিটে স্পট কিকে ম্যাচের একমাত্র গোলটি করেন রোনালদো। ছয় গজ বক্সের মুখে তাকেই ডিফেন্ডার ম্যাক্স অ্যারন্স ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পর্তুগিজ তারকার সপ্তম গোলটি করে ফেলেন। এসআর

LEAVE A REPLY