সিরিয়ায় প্রতিরোধের মুখে পিছু হটলো মার্কিন সেনার বহর

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের একটি গ্রামে যাওয়ার সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন সেনার গাড়ি বহর। এসময় মার্কিন বহর লক্ষ্য করে গ্রামবাসী পাথর হামলা চালায়। এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পার্সটুডে।

গতকাল শনিবার সন্ধ্যায় মার্কিন সেনাদের তিনটি গাড়ির বহর কামিশলি শহরের দক্ষিণ-পূর্বে আল-মাতিনিয়া গ্রামে যাওয়ার চেষ্টা করলে সেখানে গতিপথ আটকে দেওয়া হয়। এতে উপায়ান্তর না দেখে মার্কিন সেনারা ফিরে যেতে বাধ্য হয়।   জানা গেছে, প্রতিরোধের মুখে ফিরে যাওয়া ওই মার্কিন বহরের সঙ্গে আমেরিকা সমর্থিত কুর্দি গেরিলাদেরও কয়েকটি গাড়ি ছিল। এদিকে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশে আরব উপজাতিদের হামলার পর সেখানে কারফিউ জারি করেছে মার্কিন সেনা ও তাদের সমর্থিত কুর্দিরা।

LEAVE A REPLY