ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র হবে আজ। আর এই ড্র’তেই দেখা যেতে পারে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ। বহু কাঙ্ক্ষিত ড্রটি অনুষ্ঠিত হবে আজ বিকাল ৫টায়।
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ড্রয়ের ক্ষেত্রে মানা হয় দুটি নিয়ম। এর মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে- গ্রুপ পর্বে যারা রানার্সআপ হবে তারা দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। তবে প্রথম রাউন্ডে একই গ্রুপে থাকা দলটির সঙ্গে খেলা পড়বে না। অপর নিয়ম হচ্ছে- একই লিগের দুটি দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে না। যেমন: লিগ ওয়ানের দল লিলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে, তারা পিএসজির বিপক্ষে খেলবে না।
চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে যারা:
১) ম্যানচেস্টার সিটি
২) বায়ার্ন মিউনিখ
৩) রিয়াল মাদ্রিদ
৪) লিলে
৫) লিভারপুল
৬) ম্যানচেস্টার ইউনাইটেড
৭) জুভেন্টাস
৮) আয়াক্স
চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে গ্রুপ রানার্সআপ হয়েছে যারা:-
১) পিএসজি
২) অ্যাতলেটিকো মাদ্রিদ
৩) স্পোর্টিং সিপি
৪) ইন্টার মিলান
৫) বেনফিকা
৬) ভিলারিয়াল
৭) সালজবার্গ
৮) চেলসি।
রানার্সআপের তালিকায় কয়েকটি বড় দল থাকায় দ্বিতীয় রাউন্ডে হাইভোল্টেজ কয়েকটি ম্যাচ দেখা যেতে পারে। তবে সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে ড্র পর্যন্ত।