স্বাদ ও স্বাস্থ্যের সুরক্ষায় রেডি রুটি

কর্মব্যস্ত এই শহরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয় আমাদের। আবার নিজেকে কর্মক্ষম রাখতে খেয়াল রাখতে হয় স্বাদ ও স্বাস্থ্যের দিকেও। এ জন্য মানতে হয় অনেক কিছু। নিয়ম করে ঘুমানো, ঘুম থেকে ওঠাসহ খাবারদাবারেও বাছবিচার করে খেতে হয়। স্বাস্থ্য অটুট রাখতে কার কোন খাবার কতটুকু খেতে হবে সেদিকে খেয়াল রাখা জরুরি। সাম্প্রতিক  রোগবালাইয়ের প্রকোপ আমাদের মধ্যে এই সচেতনতা নিয়ে এসেছে।

স্বাস্থ্যকর খাবার বা ডায়েট বলুন, ডায়াবেটিস বলুন বা খাদ্যতালিকায় আঁশযুক্ত খাবার রাখার গুরুত্ব—‘রুটি’ এই ক্যাটাগরিতে অপ্রতিদ্বন্দ্বী।

রুটি বানানোটা ঝামেলা বা একটু সময়সাপেক্ষ কাজ বলে সব সময় রুটি তৈরি করা বেশ মুশকিল। রেডি রুটি এই সমস্যার বড় সমাধান হয়ে এসেছে। ফলে রুটি তৈরির ঝামেলা এখন আর রইল না। কারণ দোকানেই কিনতে পাওয়া যাচ্ছে রেডিমেড রুটি। দোকান থেকে ঝটপট কিনেই খিদের সমাধান করা যাচ্ছে।

শুধু তাই নয়, রেডিমেড রুটি কয়েক দিন পর্যন্ত বাসায় রেখে খাওয়া যায়। রেডিমেড রুটির গুণাগুণও বাড়িতে তৈরি রুটির মতোই। ফলে অটুট থাকে পুষ্টিগুণ। আর এই রুটি ঘরে তৈরি রুটির মতোই সুস্বাদু।

তবে রেডি রুটির দুনিয়ায় সম্ভাবনার নতুন দুয়ারটি খুলে দিয়েছে বসুন্ধরা রুটি অ্যাপ। কষ্ট করে আপনাকে আর দোকানেও যেতে হবে না।

কী করতে হবে?

প্রথমেই আপনাকে অ্যাপ স্টোরে ঢুকতে হবে। বসুন্ধরা রুটি অ্যাপ (Bashundhara Ruti App) ডাউনলোড করে শুধু বাছাই করবেন রুটির পরিমাণ।

অচিরেই বসুন্ধরা রেডি রুটি পৌঁছে যাবে আপনার দরজায়। বিশাল একটা ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য একটা ধন্যবাদ তোলা রইল বসুন্ধরা রুটি অ্যাপের জন্য।

LEAVE A REPLY