বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও যুব উন্নয়নে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, এ সকল বিষয়ে ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় এসপিসিপিডি প্রকল্প কাজ করে যাচ্ছে। এই কাজ সংসদ সদস্যসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি-প্রকল্পের আওতায় গঠিত বিএপিপিডি’র সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এসপিসিপিডি প্রকল্প শুরু থেকেই তৃণমূলে কাজ করছে বলে বিএপিপিডি আজ প্রত্যন্ত অঞ্চলে সুপরিচিত। বিভিন্ন উপজেলায় অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরিতে সংসদ সদস্যদের অংশগ্রহণে কর্মশালা আয়োজন করা হয়েছে। সকলের পরামর্শ, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
এ সময় স্পিকার বলেন, ইউএনএফপিএ বিগত দিনগুলোতে অত্যন্ত দক্ষতার সাথে দেশের সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করেছে। ইউএনএফপিএ’র সাথে আগামী পাঁচ বছর প্রকল্প চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় আরো কাজ করা সম্ভব হবে।
সভায় আরো বক্তৃতা করেন বিএপিপিডি’র অধীন সাব কমিটির আহ্বায়ক মেহের আফরোজ ও হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, মো. ফখরুল ইমাম, নজরুল ইসলাম বাবু, আবিদা আঞ্জুম মিতা, সৈয়দা রুবিনা আক্তার মিরা, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, শামসুল হক টুকু, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, উম্মে কুলসুম স্মৃতি, শিরীন আকতার ও আরমা দত্ত, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম প্রমূখ।