পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচের তারিখ ও ভেন্যু চূড়ান্ত

প্রথম ড্রতে লিওনেল মেসির পিএসজি মুখোমুখি হয়েছিল ক্রিস্তিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের। সমর্থকরা ক্ষণগণনাও শুরু করে দিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা দুই তারকার লড়াইয়ের। নজিরবিহীনভাবে ড্র বাতিলের পর পিএসজি প্রতিপক্ষ হিসেবে পায় সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে!

তাই আবারও বার্নাব্যু ফিরছেন মেসি। পিএসজির কিলিয়ান এমবাপ্পে আগামী জানুয়ারিতেই চুক্তি সেরে ফেলতে পারেন রিয়ালের সঙ্গে। গুঞ্জনটা সত্যি হলে আনুষ্ঠানিকভাবে রিয়ালে আসার আগে বেনজিমা-ভিনিসিয়ুসদের মুখোমুখি হতে হবে এমবাপ্পেকে। রিয়াল কিংবদন্তি সের্হিয়ো রামোস বার্নাব্যুতে আসবেন প্রতিপক্ষ হয়ে! সঙ্গে থাকবেন রিয়ালের টানা তিন চ্যাম্পিয়নস লিগ জয়ের আরেক নায়ক গোলরক্ষক কেইলর নাভাস। রিয়ালের তাতে ক্ষুব্ধই হওয়ার কথা। কেননা প্রথম ড্রতে তারা পেয়েছিল অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ বেনফিকাকে, পরে পেল পিএসজি’কে।

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে খেলা হবে দুই লেগে। যাদের গোল বেশি হবে, তারাই যাবে কোয়ার্টার ফাইনালে।রিয়াল-পিএসজি’র প্রথম লেগ হবে পিএসজির মাঠে, দ্বিতীয় লেগ রিয়াল মাদ্রিদের মাঠে। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টায় পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত হবে প্রথম লেগ। দ্বিতীয় লেগটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ দিবাগত রাত ২টায়, রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে।

LEAVE A REPLY