কারিনার করোনা

করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অমৃতা অরোরাও করোনা পজিটিভ বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, কারিনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া তার বান্ধবী অভিনেত্রী অমৃতা আরোরাও মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। তবে, কারিনা বা অমৃতা এখনও আক্রান্ত হওয়া নিয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি।

এদিকে, দিন কয়েক আগেই করিশ্মা কাপুর এবং মালাইকা আরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা গিয়েছিল কারিনা এবং অমৃতাকে। এ ছাড়াও গত সপ্তাহে সোনম কাপুর এবং রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজ সেরেছিলেন তাঁরা। 

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কভিড বিধি লঙ্ঘন করেই নানা সময় পার্টি করেছিলেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন করিনার ম্যানেজার পুনম দামানিয়া এবং অভিনেত্রী নীনা গুপ্তর কন্যা পোশাক শিল্পী মাসাবা গুপ্ত। আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেককেরই কভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিএমসি।

LEAVE A REPLY