পরিবর্তন ছাড়া ক্ষমা চাওয়া শুধুই ভণ্ডামি : মাহি

সদ্য সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে বেশ কিছু দিন ধরেই আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফাঁস হওয়া অডিওটি দুই বছর আগের হলেও তা সম্প্রতি ফাঁস হয়।

বর্তমানে সৌদি আরবে আছেন মাহি।  গত ২৪ নভেম্বর ওমরাহর উদ্দেশে স্বামী রাকিবকে নিয়ে সৌদি আরব যান তিনি। ফোনালাপ ফাঁসের পর মাহি বলেছিলেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা।’আজ মঙ্গলবার মাহি ফেসবুকে লিখেছেন, ‌‘পরিবর্তন ছাড়া ক্ষমা চাওয়া শুধুই ভণ্ডামি।’

ফাঁস হওয়া ফোনালাপে চিত্রনায়ক ইমনের গলাও শোনা গেছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেশে ফেরার পর মাহির বক্তব্যও শুনবে প্রশাসন। 

বিডি প্রতিদিন

LEAVE A REPLY