ভারতে মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষায় ‘নারীবিদ্বেষী’ প্রশ্ন, সংসদে বিরোধীদল

ভারতের মাধ্যমিক বিদ্যালয় সিবিএসইর দশম শ্রেণীর প্রশ্নপত্রে নারীবিদ্বেষী প্রশ্ন করার কারণে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এই ইস্যু নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সেই সাথে চরম ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবকরা। এরপরেই প্রশ্ন প্রত্যাহারের ঘোষণা করেছে সিবিএসই।

দশম শ্রেণির ইংরেজি পরীক্ষায়  একটি অনুচ্ছেদ তুলে দিয়ে প্রশ্নে বলা হয়, ‘স্ত্রী যদি স্বামীর কথা মেনে চলেন, তবে সন্তানেরাও তাদের মায়ের বাধ্য হবে’। এছাড়া বলা হয়, ‘মা সাহস দেন বলেই সন্তানকে শাসক করতে অভিভাবকদের সমস্যা হয়।’

ভারতের লোকসভায় ওই প্রশ্ন সম্পর্কে সোনিয়া গান্ধী বলেন, ‘অসম্ভব নারীবিদ্বেষী’। মোদি সরকারকে এজন্য ক্ষমা চাইতে বললেন তিনি। সোনিয়া গান্ধী বলেন, ‘‘পরীক্ষায় এ ধরনের নারীবিদ্বেষী বিষয়ের প্রতিবাদ করছি। এসব শিক্ষা এবং পরীক্ষার মান  তুলে ধরছে যা আধুনিক সমাজের পরিপন্থী।’‌’ 

ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা টুইট বার্তায় বলেন, “অবিশ্বাস্য! আমরা কি সত্যিই বাচ্চাদের এইভাবে শেখাচ্ছি?”

বিক্ষোভের মুখে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ইংরেজির বিতর্কিত প্রশ্ন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে সিবিএসই। তারা জানিয়েছে, যে পরীক্ষার্থীরা ওই প্রশ্নের উত্তর লিখেছে, তাদের প্রত্যেককেই পুরো নম্বর দেওয়া হবে। 

এর আগেও গুজরাটে ২০০২ সালে যে ঘটনা ঘটেছিল, সেটিকে মুসলিম বিরোধী হিংসা হিসেবে উল্লেখ করেও সিবিএসই বোর্ডের প্রশ্ন এসেছিল। সেসময় বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছিলো সিবিএসই।

kalerkantho

LEAVE A REPLY