পিএসএলে কামরানের জায়গায় ফ্রিতে খেলব : নামিবিয়া অধিনায়ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কামরান আকমল। ক্রিকেটারদের তালিকায় তাকে সবার শেষের গ্রেডে রাখায় এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার অপমানিতবোধ করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান রমিজ রাজাকে এজন্য দায়ী করেছেন। এবার তার কাঁটা ঘায়ে নুনের ছিটা দিলেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস।

এর আগে কামরান আকমল ছিলেন ‘প্লাটিনাম’ শ্রেণিতে। সেখান থেকে প্রথমে তাকে ‘গোল্ড’ শ্রেণিতে নামানো হলো। সেটাও মেনে নিয়েছিলেন। কিন্তু এবার তাকে নামিয়ে দেওয়া হয়েছে ‘সিলভার’ শ্রেণিতে, যেটা সবচেয়ে নিচের শ্রেণি। ২০১৬ সাল থেকে পেশোয়ারের হয়ে খেলছেন আকমল। এই ‘সিলভার’ শ্রেণি থেকেই তাকে পিএসএলের ড্রাফট থেকে দলে রেখে দিয়েছে পিএসএলে কামরানের দল পেশোয়ার জালমি। বিষয়টিকে ‘অপমান’ হিসেবে দেখছেন কামরান আকমল। 

পিএসএল থেকে কামরানের নাম প্রত্যাহারের খবরটি প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। তাদের টুইটের কমেন্ট বক্সে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে নেতৃত্ব দেওয়া এরাসমাস লিখেছেন, ‘আমাকে নাও, ফ্রিতেই খেলব।’ তার এই কমেন্টে বেশ মজা পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আয়ারল্যান্ডের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান নিয়াল ও’ব্রায়েন লিখেছেন, ‘গ্লাভস হাতে প্রস্তুত হও’। উল্লেখ্য, অল-রাউন্ডার এরাসমাস ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনার। সেইসঙ্গে কিপিংটাও ভালো পারেন।

LEAVE A REPLY