অভিনেত্রী জয়া আহসান
কলকাতায় নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। সিনেমায় তিনি অভিনয় করবেন বিপ্লবী চরিত্রে।
সিনেমাটি পরিচালক সৌকর্য ঘোষাল। এর আগে এই পরিচালকের ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ সিনেমায়ও অভিনয় করেন জয়া আহসান।
এ সিনেমায় জয়া ছাড়া আরও অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়সহ অন্যরা। আগামী ১৮ ডিসেম্বর কলকাতায় শুরু হবে এর শুটিং।
‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ সিনেমায় অভিনয়ের বিষয়ে জয়া আহসান বলেন, ‘কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ বঙ্গভঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সিনেমা। সিনেমার চিত্রনাট্য, কস্টিউম থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। ডি- এইচএ