ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী
ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক অত্যন্ত গভীর, এই সুসম্পর্কের জন্য এই অঞ্চলে শান্তি বিরাজ করছে বলে মনে করে ঢাকা। বুধবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ওনাকে বলেছি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক অন্যদের জন্য অনুকরণীয়। আমরা বড় বড় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করেছি। বলেছি, আগামী ৫০ বছর আমরা একে অপরকে সহযোগিতা করে উন্নতির শিখরে পৌঁছাতে পারবো।’
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এবং সম্মানিত করেছে। এজন্য আমরা ১৮টি দেশের রাজধানীতে যৌথভাবে মৈত্রী দিবস পালন করেছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানেক্টিভিটি নিয়ে কথা বলেছি এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়োগ রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলেছেন এবং ভারতের সঙ্গে বিভিন্ন অংশীদারিত্বের বিষয় তুলে ধরেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ডি-ইভূ