শেষ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ১৮ ডিসেম্বর

ইসি। ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপের তফসিল ঘোষণা করা হবে আগামী শনিবার। ওই দিন কমিশনের ৯২তম সভায় ইউপি নির্বাচনের তফসিল ছাড়াও আরও দুটি নির্বাচনী আচরণবিধি সংশোধনের বিষয় এজেন্ডায় রাখা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী শনিবার কমিশনের ৯২ তম বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন বাকি রয়েছে এমন সাড়ে তিন শতের মত ইউপির তফসিল ঘোষণা করা হবে। সেই সাথে ১টা বা ২টি পৌরসভারও তফসিল দেয়া হবে।

এ ছাড়াও ওই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা সংশোধন নিয়ে আলোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান কমিশনের মেয়াদের শেষ সময়ে এ দুই বিধিমালায় কয়েকটি সংশোধনী আনতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ ছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দেয়ার প্রক্রিয়ায় সংশোধনী আনা হবে বলে জানা গেছে।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর কয়েকটি ধারায় সংশোধনী আনার প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে রয়েছে। ওই সংশোধনী জাতীয় সংসদে পাস হওয়ার আগেই জাতীয় সংসদের ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এ সংশোধনী আনতে যাচ্ছে কমিশন।

বৈঠকে নির্বাচন বিধিমালায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়া সংক্রান্ত সংশোধনী আনার প্রস্তাব উঠছে। আরপিওর সংশোধনী প্রস্তাবে প্রতিবন্ধী ব্যক্তি ও ৮০ বছরের বেশি বয়স্ক ভোটারদের ভোট দেয়ার সুবিধার্থে পোস্টাল ব্যালট ব্যবহারের ধারা যুক্ত করা হয়। এর যৌক্তিকতায় বলা হয়, ভোটার নিবন্ধন ফরমের ক্রমিক ২১ এ দৃষ্টি, শ্রবণ, বাক ও শারীরিক প্রতিবন্ধীদের তথ্য ইসির কাছে রয়েছে।

এ বিষয়টি নির্বাচন বিধিমালায় সংশোধনের প্রস্তাব উঠতে যাচ্ছে। এছাড়াও কমিশন সভার আলোচ্যসূচির মধ্যে আরও রয়েছে- বীর মুক্তিযোদ্ধাদের জন্য জাতীয় পরিচয়পত্রের নমুনার বিষয়টি। আর-এনআরআর/এসএইচ

LEAVE A REPLY