সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির মেয়ে ক্যারোলিন কেনেডিকে অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার তাকে মনোনীত করেছেন।
জানা গেছে, ক্যারোলিন কেনেডি এর আগে ২০১৩-২০১৭ সাল পর্যন্ত জাপানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, এর আগে ক্যারোলিন কেনেডি ওকিনাওয়াতে মার্কিন বাহিনীর পুনর্বিন্যাস করেছেন। এ ছাড়া জাপানে নারীর ক্ষমতায়ন বাড়িয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে শিক্ষার সুযোগ বিনিময়ের হার বৃদ্ধি করেছেন।
ক্যারোলিন কেনেডি বলেছেন, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করতে, বিশ্ব স্বাস্থ্য উন্নতিতে, করোনাভাইরাস মহামারি চলা অবস্থায় টিকাপ্রাপ্তি বাড়ানোর জন্য এবং জরুরি জলবায়ু সঙ্কট মোকাবেলায় কাজ করতে উন্মুখ হয়ে আছি।
তিনি এক বিবৃতিতে আরো বলেছেন, অস্ট্রেলিয়ার জনগণের সঙ্গে পরিচিত হতে,
তাদের আকর্ষণীয় দেশ সম্পর্কে জানতে এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে আমি যা
সবচেয়ে বেশি পছন্দ করি তা তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য মুখিয়ে আছি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি।