নিউ ইয়র্কে প্রথম নারী পুলিশ প্রধান সিওয়েল

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম নারী পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কিচান্ট সিওয়েল। জানা গেছে, সাবেক পুলিশ কর্মকর্তা ও নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডামস নিউ ইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। ২০২২ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই গুরুত্বপূর্ণ কয়েকটি পদে মনোনীতদের নাম ঘোষণা করেছেন তিনি। খবর নিউ ইয়র্ক টাইমসের।

এরিক অ্যাডামস বলেছেন, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে কিচান্ট সিওয়েল পরীক্ষিত যোদ্ধা। এখানকার বাসিন্দাদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অভিজ্ঞতা ও মেধা তার রয়েছে।

জানা গেছে, নিউ ইয়র্ক শহরে প্রায় ৩৬ হাজার পুলিশের নেতৃত্ব দেবেন ৪৯ বছর বয়সী কিচান্ট সিওয়েল। করোনাভাইরাস মহামারিতে নিউ ইয়র্কে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করার কঠিন দায়িত্বও তাকে পালন করতে হবে।

নিউ ইয়র্কের পুলিশ ইউনিয়নের প্রধান প্যাট্রিক লিঞ্চ বলেন, আমরা কিচান্ট সিওয়েলকে স্বাগত জানাচ্ছি।  
সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

LEAVE A REPLY