জাপানে অগ্নিকাণ্ডে নিহত ২৭

জাপানের ওসাকা মহানগরীর একটি ভবনে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছে। জাপান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বেলা ১০টা ২০ মিনিটে ওসাকা স্টেডিয়ামের পাশের ওই ভবনে আগুন লাগে।

দমকল বাহিনী জানিয়েছে, আটতলা ভবনটির চারতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখান থেকে ভবনটির অন্যতলায় আগুন ছড়িয়ে পড়ে।

পরে অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।

পুলিশ বলছে, কিভাবে আগুন লাগলো, তা জানতে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

LEAVE A REPLY