ইউক্রেন উত্তেজনা কমাতে শর্ত দিল রাশিয়া

ইউক্রেন উত্তেজনা প্রশমিত করতে  শুক্রবার তার সীমান্তবর্তী দেশগুলোতে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো সম্প্রসারণ না করাসহ কয়েকটি শর্ত দিয়েছে রাশিয়া।

রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউক্রেন নিয়ে সম্প্রতি উত্তেজনা বেড়েছে। পাশ্চাত্যের শক্তিগুলোর আশঙ্কা ,রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনকে আক্রমণ করার পরিকল্পনা করছে। তবে এ কথা অস্বীকার করেছে রাশিয়া।

 রাশিয়ার দাবি,ন্যাটোকে অবশ্যই পরিস্থিতির সমাধানের জন্য ইউক্রেন ও অন্য প্রতিবেশিদের যোগদানের পরিকল্পনা স্থায়ীভাবে বাতিল করতে হবে। এ নিয়ে যুক্তরাষ্ট্রর সঙ্গে আলোচনাও করেছে মস্কো। তবে রাশিয়ার প্রস্তাবগুলোকে ওয়াশিংটন বাধা হিসেবে দেখছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার জন্য মস্কোর আহ্বানের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের ইউরোপীয় মিত্র এবং অংশীদারদের ছাড়া ইউরোপীয় নিরাপত্তা নিয়ে কোনো আলোচনা হবে না।’

এদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ইউরোপকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত ন্যাটো রাশিয়ার আশপাশের বাল্টিক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডে বাহিনী মোতায়েন রেখেছে।

উল্লেখ্য, রাশিয়াকে ভেঙে যাওয়া সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি বিবেচনা করা হয়।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY