বেলারুশে বিক্ষোভে যোগ দেওয়ায় ১৩ বছরের কারাদণ্ড

বেলারুশে গণবিক্ষোভে যোগ দেওয়ার কারণে এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় শুক্রবার সে দেশের আদালত এডওয়ার্ড পালচিস (৩১) নামের ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে রায় দেন। বিশৃঙ্খলা সৃষ্টি ও ঘৃণা উসকে দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, বেলারুশের লৌহমানব আলেক্সান্দার লুকাশেংকোর বিরুদ্ধে আন্দোলনের জন্য বন্দি হওয়াদের দীর্ঘ তালিকায় যুক্ত হলেন পালচিস। স্থানীয় মানবাধিকার সংগঠন ভিয়াসনার হিসেবে বর্তমানে আরো ৯২৯ জন রাজনৈতিক বিরোধী কারাগারে রয়েছে।

এর আগে দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল গত বিতর্কিত নির্বাচনের পরিপ্রেক্ষিতে। বিক্ষোভের পর এডওয়ার্ড পালচিসকে ২০২০ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। ওই নির্বাচনে লুকাশেংকো ব্যাপক ভোটের ব্যবধানে জয়ের দাবি করেন।

এই রায়ের নিন্দা জানিয়েছেছেন বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সভেতলানা তিখানভস্কায়া। আদালতে আসামির কাঠগড়ায় থাকা অবস্থায় ধারণ করা পালচিসের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। 

সভেতলানা তিখানভস্কায়া বলেছেন, এটি একটি রুদ্ধদ্বার বিচার ছিল। তাই কেউ দেখতে পারেনি, সরকার কিভাবে একজন নিরপরাধ ব্যক্তিকে দমন করছে।  

এদিকে তিখানভস্কায়াকেই নির্বাচনের প্রকৃত বিজয়ী বলে মনে করা হয়।
 সূত্র : এএফপি।

LEAVE A REPLY