নতুন বছরের উৎসবের ছুটির আগে জনগণকে করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে ফান্স সরকার। কারণ, করোনা সংক্রমণ এরই মধ্যে বেড়েছে এবং সরকার আরেকটি লকডাউন এড়ানোর চেষ্টা করছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, করোনার পঞ্চম ধাক্কা এখানে আঘাত হেনেছে এবং এটি সম্পূর্ণ শক্তিতে এখানে উপস্থিত।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে- দ্রুত সংক্রামক ওমিক্রন ধরনটি সামনের বছরের জানুয়ারির শুরুতেই ফ্রান্সে আধিপত্য বিস্তার করবে।
করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিস্তার রোধ করতে সে দেশের সরকার নববর্ষ উদযাপনে জনপরিসরে কনসার্ট এবং আতশবাজি নিষিদ্ধ করেছে। এছাড়া জনগণকে বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, যেখানে আপনারা যত কম সংখ্যক, ঝুঁকি তত কম।
ফ্রান্স এরই মধ্যে যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে সে
দেশে ভ্রমণকে তীব্রভাবে সীমাবদ্ধ করেছে। আর সেটা করা হয়েছে ওমিক্রনের
জেরেই।
সূত্র: আউটলুক ইন্ডিয়া।