‘দুর্ধর্ষ’ ব্যাটার তৈরি করতে ‘পাওয়ার হিটিং কোচ’ নিয়োগ দিচ্ছে পিসিবি

আফ্রিদি-আসিফদের মতো হার্ডহিটার তৈরি করতে ‘পাওয়ার হিটিং কোচ’ নিয়োগ দিচ্ছে পিসিবি

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশটির ক্রিকেট ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ করে যাচ্ছেন। ঘরোয়া ক্রিকেট অবকাঠামোর উন্নতি, খেলোয়াড়দের বেতন বৃদ্ধি, হাই-প্রোফাইল কোচ নিয়োগ, ব্যয়বহুল ড্রপ ইন পিচ -একের পর চমক দেখাচ্ছেন বিশ্বকাপজয়ী খেলোয়াড় রমিজ।

এবার রমিজের হাত ধরেই পাকিস্তানের হাই পারফরম্যান্স সেন্টারে থাকা ক্রিকেটারদের জন্য পাওয়ার হিটিং কোচ নিয়োগ দেওয়ার অভিনব উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ব্যাটারদের বড় শট খেলার সক্ষমতা বাড়িয়ে ‘হার্ডহিটার’ হিসেবে গড়ে তুলতেই নতুন এই উদ্যোগ পিসিবির।

শুক্রবার (১৭ ডিসেম্বর) লাহোরে অবস্থিত পাকিস্তানের হাই পারফরম্যান্স সেন্টারের জন্য কোচ চেয়ে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। যেখানে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের পাশাপাশি ‘পাওয়ার হিটিং কোচ’ পদের জন্যও আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে বলেছে পিসিবি। উক্ত পদগুলোর জন্য পাঁচ বছরের কোচিং অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

LEAVE A REPLY