নিন্দা ও প্রতিবাদ সত্তেও ফিলিস্তিনিদের উপর আগ্রাসন অব্যাহত রেখেছে ইহুদিবাদি ইসরায়েল। এবার পশ্চিম তীরের কয়েকটি গ্রামে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।
জানা গেছে, ইহুদিরা ফিলিস্তিনি বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করা ছাড়াও অন্তত দু’জন ফিলিস্তিনিকে মারধর করেছে। ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে এক ইহুদি নিহতের পরের দিন শুক্রবার হামলার এ ঘটনা ঘটে।এর আগে বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি অবৈধ স্থাপনার কাছে বন্দুকধারীর গুলিতে ডিমেন্টম্যান নামে এক ইহুদি নিহত হয়। তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে গাড়িতে থাকা অপর দুই ব্যক্তি সামান্য আহত হন।
উল্লেখ্য, এ ঘটনায় ফিলিস্তিনি ও ইসরাইলি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সদস্যরা টহল দিচ্ছে পশ্চিম তীরে। সূত্র : আল জাজিরা।