করোনার নীতিমালায় ক্ষুদ্ধ হয়ে পদত্যাগ করছেন ব্রেক্সিট মন্ত্রী

বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রীসভার ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ফ্রস্ট পদত্যাগ করেছেন।  করোনার সাম্প্রতিক নীতিমালার কারণে আংশিক দ্বিমতের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ডেভিড ফ্রস্ট বলেন, যুক্তরাজ্যকে করোনার সাথে মানিয়ে নিয়ে  বেঁচে থাকার বিষয়গলো শিখতে হবে। ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনায় ব্রেক্সিট নেতৃত্ব দেন ডেভিড ফ্রস্ট। করোনা ঠেকাতে কঠোর লকডাউনের ঘোষণা করায় এর কয়েকটি নিয়মের বিরুদ্ধে  বিদ্রোহ ঘোষণা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ফ্রস্ট। 

প্রধানমন্ত্রী বরিস জনসনকে এক চিঠিতে ডেভিড ফ্রস্ট বলেন, খুব দ্রুত পদত্যাগ করবেনতিনি। এর আগে পত্রিকায় তার পদত্যাগ করার পরিকল্পনার খবর প্রকাশিত হয়।  পদত্যাগপত্রে ফ্রস্ট লেখেন, ‘ব্রেক্সিট সম্পন্ন হয়েছে।’ তবে, করোনা বেড়ে যাওয়ায় সরকারের সাম্প্রতিক ভ্রমণ নীতিমালা নিয়ে উদ্‌বেগ জানিয়েছেন তিনি।

করোনা নিয়ে দেওয়া ভ্রমণ নীতিমালা নিয়ে আংশিক দ্বিমতের জেরে এক সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন ডেভিড ফ্রস্ট। 

LEAVE A REPLY