চলছে নির্বাচন, হাসপাতালের ছাদে রান্না হচ্ছে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি

হাসপাতালের ছাদে রান্না হচ্ছে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি। আর সেই বিরিয়ানির সুবাস ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।  কলকাতা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ হাসপাতালকে ভোটের কাজে ব্যবহার করছে বিজেপি।

কলকাতা পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডে রয়েছে জে এন রায় হাসপাতাল। তৃণমূলের কংগ্রেসের দাবি, শনিবার রাত থেকে বহিরাগতরা এসে সেখানে ভিড় জমিয়েছে। ভোটের দিন সকাল থেকে হাসপাতালের ছাদে চলছে বিরিয়ানি রান্না। হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি রান্না হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ২৪ ঘণ্টাকে বলেন, ‘ভোটের দিন বিরিয়ানি রান্না করাটা অন্যায় নয়। টিফিনের জন্য সেটা করতেই হয়। তবে হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করাটা অন্যায়।’ তাঁর অভিযোগ, ওই হাসপাতালের মালিকপক্ষ বিজেপির সঙ্গে যুক্ত। গেরুয়া শিবির শনিবার থেকে এলাকায় বহিরাগত জমা করেছে। ওই বিরিয়ানি তাঁদের জন্যই রান্না করা হচ্ছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের পাল্টা দাবি, হাসপাতালের ২৬ জন রোগীর জন্য বিরিয়ানি রান্না হচ্ছে।

LEAVE A REPLY