ইতিহাস গড়ে ফাইনালে ভারতের শ্রীকান্ত

ইতিহাস গড়ে ভারতের প্রথম পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে বিডব্লুএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন কিদাম্বি শ্রীকান্ত। স্পেনের হুয়েলভা প্রদেশে অনুষ্ঠিত  বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতেরই তরুণ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনকে হারিয়ে ফাইনালে ওঠেন শ্রীকান্ত।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয়র মধ্যে সেমিফাইনালে উপভোগ্য লড়াই দেখলেন ক্রীড়াপ্রেমীরা। তবে প্রথম গেম জিতেও শেষরক্ষা করতে পারলেন না লক্ষ্য সেন। তাকে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ১৭-২১, ২১-১৪, ২১-১৭ ব্যবধানে হারার শ্রীকান্ত।

তবে ফাইনালে উঠতে না পারলেও বিশ্ব ব্যাডমিন্টনের অভিষেকেই ব্রোঞ্জ জিতে অনন্য নজির গড়লেন লক্ষ্য। এখন দেখার যে শ্রীকান্ত সোনা জিতে ভারতীয় ব্যাডমিন্টনে নতুন ইতিহাস লিখতে পারেন কিনা।

এর আগে, মেয়েদের বিভাগে ২০১৮ এবং ২০১৯ সালে পিভি সিন্ধু পরপর দুবার ফাইনালে প্রবেশ করেছিলেন। প্রথমবার ফাইনালে হারলেও পরেরবার তিনি ফাইনাল জিততে সমর্থ হন। পুরুষ বিভাগে ১৯৮৩ সালে প্রকাশ পাডুকোন ও ২০১৯ সালে সাই প্রণীত ব্রোঞ্জ জিততে সমর্থ হলেও রুপো বা সোনা কোনও ভারতীয় শাটলার এখনও পর্যন্ত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মঞ্চে জিততে পারেননি। 

LEAVE A REPLY