পরাজয়ের শঙ্কায় অসহায় ইংল্যান্ড

অ্যাডিলেডেও নিশ্চিত হারের মুখে পড়েছে সফরকারী ইংল্যান্ড। শেষ ইনিংসে জয়ের জন্য তাদের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৪৬৮ রানের! এই পর্বতপ্রমাণ টার্গেট তাড়ায় নেমে যথারীতি মুখ থুবড়ে পড়েছে ইংলিশরা। ম্যাচ ড্র করতেও তাদের দেড় দিনের মতো খেলতে হবে। অন্যদিকে ৯ উইকেটে ৪৭৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণার পর ৯ উইকেটে ২৩৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ফিফটি করেছেন মার্নার্স লাবুশানে ও ট্রাভিস হেড।

গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৪৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে নড়বড়ে নব্বইয়ে আউট হওয়া ওপেনার ডেভিড ওয়ার্নার ১৩ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। আজ চতুর্থ দিনে মার্কাস হ্যারিস ২৩ রানে আউট হন। নেসের করেন ৩ রান। লাবুশানে আর ট্রাভিস হেড দুজনই ৫১ রান করে তোলেন, যা অজিদের ইনিংসের সর্বোচ্চ। এ ছাড়া ক্যামেরন গ্রিন ৩৩  আর মিচেল স্টার্ক ১৯ রান করেন। বল হাতে ২টি করে উইকেট নেন ওলি রবিনসন আর জো রুট। ব্রড-অ্যান্ডারসন নিয়েছেন ১টি করে।

দ্রুত উইকেট পতনের ফলে অল আউট হওয়ার শঙ্কায় ৯ উইকেটে ২৩০ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ইংলিশদের সামনে টার্গেট দাঁড়ায় ৪৬৮ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানেই দুই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন ওপেনার হাসিব হামিদ (০)। এ ছাড়া ডেভিড মালানকে ২০ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন নেসের। চা বিরতির আগে ইংলিশদের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান।

LEAVE A REPLY