আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটে সব সময়ই আলোচনায় থাকেন। তিনি ছিলেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার, যিনি লোভে পড়ে ক্যারিয়ারের বারোটা বাজিয়েছেন। চলতি বিসিএলে আজ থেকে শুরু হওয়া ওয়ালটন সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক ইস্ট জোনের ম্যাচে তিনি ‘ডাক’ মারেন। একমাত্র শাহাদত দিপু ছাড়া আর কেউ পঞ্চাশোর্ধ্ব রান করতে পারেননি। তাই প্রথম দিনেই অল আউট সেন্ট্রাল জোন।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ইস্ট জোনকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সেন্ট্রাল জোনের অধিনায়ক শুভাগত হোম। সকাল সাড়ে ৯টায় মাঠে গড়ায় খেলা। ইস্ট জোনের ব্যাটিংয়ে প্রথম ধস নামান রবিউল ইসলাম। তিনি তুলে নেন দুই ওপেনার অধিনায়ক ইমরুল কায়েস (৩২) ও মোহাম্মদ আশরাফুলকে (০)। তিন নম্বরে নেমে ১৩২ বলে ৭২ রানের ইনিংস উপহার দেন শাহাদত দিপু। এরপর বল হাতে ঝলসে ওঠেন পেসার আবু হায়দার রনি।
এই পেসার একে এক ফিরিয়ে দেন ইরফান শুকুর (৩৫), নাদিফ চৌধুরী (২৬), প্রিতম কুমার (৩০), তানভীর ইসলাম (২০) ও আসাদুজ্জামান পায়েলকে (০)। ৮৩.৫ ওভারে ইস্ট জোন গুটিয়ে যায় মাত্র ২৪৫ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন নাঈম হাসান। এরপর নিজেদের প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন ১ ওভার ব্যাট করে ৪ রান সংগ্রহ করেছে। দুই ওপেনার মিজানুর রহমান (২*) আর মোহাম্মদ মিঠুন (২*) রানে অপরাজিত আছেন।