দীর্ঘ ২১ বছর পর এবার মিস ইউনিভার্সের শিরোপা জিতেছে ভারত। মাথায় মুকুট পরেছেন পাঞ্জাবের মেয়ে হারনাজ সান্ধু। আর এই মুকুটের দাম প্রায় ৫০ লাখ মার্কিন ডলার। তবে শুধু মুকুটই না, এ ছাড়া আরো অনেক সুযোগ-সুবিধা ভোগ করবেন হারনাজ।
হারনাজকে দেওয়া মুকুটটি প্রকৃতি, সৌন্দর্য, নারীত্ব, ঐক্য এবং শক্তির ওপর ভিত্তি করে তৈরি। মুকুটটির দাম প্রায় ৫০ লাখ মার্কিন ডলার আর এতে রয়েছে এক হাজার ৭২৫টি হীরা। মুকুটের ওজন এক কেজি। মুকুটটিতে ১৮ ক্যারেট সোনা, ১৭৭০টি হীরা এবং কেন্দ্রে একটি ঢাল কাটা সোনার সঙ্গে ক্যানারি হীরা রয়েছে। এই হীরার ওজন ৬২.৮৩ ক্যারেট।
তবে শুধু দামি মুকুট নয়, হারনাজ এক বছর ধরে নানা সুবিধা ভোগ করবেন। এক বছরের জন্য নিউ ইয়র্কে একটি পেন্টহাউসে থাকার সুযোগ পাবেন তিনি। সেই সঙ্গে মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে বিশ্বভ্রমণ করতে পারবেন।
মিস ইউনিভার্সের ত্বক ও ডায়েটের জন্য বিশেষজ্ঞ, ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট থাকবে। খাবার থেকে পোশাক সবই পাবেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের সৌজন্যে। সেই সাথে তাঁকে একটি পোর্টফোলিও তৈরি করতে সাহায্য করবে সংস্থা। তার জন্য বিশ্বের সেরা ফটোগ্রাফারদেরও অফার দেওয়া হবে৷ এ ছাড়া ফ্যাশন স্টাইলিস্ট, ত্বক এবং দাঁতের পরিষেবাও বিনা মূল্যে পাবেন হারনাজ৷
মিস ইউনিভার্সের মুকুট প্রতিবারই বদলে যায়। এর আগে কোনো প্রতিযোগীর জন্য এত মূল্যবান মুকুট তৈরি করেনি সংস্থাটি। ২০১৯ সালে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের জন্য মৌওয়াদ জুয়েলারি ‘মৌওয়াদ পাওয়ার অব ইউনিটি ক্রাউন’ তৈরি করেছিল।
এদিকে এরই মধ্যে দুটি পাঞ্জাবি সিনেমাতে অভিনয় করেছেন হারনাজ সান্ধু, যা মুক্তি পেতে চলেছে ২০২২ সালে।