অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, ৪ জনের মৃত্যু (ভিডিও)

অস্ট্রেলিয়ায় একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে চারজনের নিহতের খবর পাওয়া গেছে। রবিবার স্থানীয় সময় সকাল ৯টার পরপরই ব্রিসবন শহরের কাছে পানিতে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়। খবর দ্য গার্ডিয়ানের।

কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, রেডক্লিফের কাছে উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়, এতে বিমানে থাকা চারজনই মারা যান। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এছাড়া নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।পুলিশ এক বিবৃতিতে বলেছে, কুইন্সল্যান্ড ওয়াটার পুলিশ অফিসারদের সাথে একটি মাল্টি-এজেন্সি অপারেশন চলছে এবং ফরেনসিক ক্র্যাস ইউনিটের ডুবুরিরা অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোসহ অন্যান্য সংস্থাকে সহায়তা করছে। ঘটনার তদন্ত চলছে। -বাসস।

LEAVE A REPLY