বিশ্বের ‘বৃহত্তম‌’ প্রমোদতরীতে করোনাভাইরাসের হানা, আক্রান্ত ৪৮

রয়্যাল ক্যারিবিয়ান সিম্পনি অব দ্য সিজ জাহাজে এ পর্যন্ত ৪৮ জনের কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্রুজ লাইনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইনডিপেনডেন্ট। জাহাজটিতে ৬ হাজারের বেশি যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ৯৫ ভাগই করোনার টিকা নিয়েছিলেন। 

যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পানি রয়্যাল ক্যারিবিয়ানের জাহাজটি স্থানীয় সময় শনিবার মিয়ামিতে নোঙর করেছে। ১১ ডিসেম্বর যাত্রা করেছিল জাহাজটি। মিয়ামি থেকে সাত দিনের জন্য পর্যটকদের বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল ওই জাহাজে। তারা ভার্জিন আইল্যান্ডে বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হন। 

LEAVE A REPLY