মাদাগাসকার উপকূলে কার্গো জাহাজডুবিতে নিহত ১৭, নিখোঁজ ৬৮

মাদাগাসকার উত্তর-পূর্ব উপকূলে একটি কার্গো জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৬৮ যাত্রী। সোমবার কর্তৃপক্ষ জানায়, ওই জাহাজে ১৩০ জন যাত্রী ছিল।  

মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরে ভাসমান অবস্থায় ৪৫ জনকে উদ্ধার করা হয়। 

মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির মহাপরিচালক এডমন্ড রান্দ্রিয়ানান্তেনায়না বলেন, ‘ফ্রান্সিয়া নামের কার্গো জাহাজটি মান্তানাম্বে থেকে ছেড়ে আসে সোমবার খুব সকালে। এটি সোয়ানিরানা ইভঙ্গে বন্দরের উদ্দেশে দক্ষিণে যাচ্ছিল। এটির রেজিস্ট্রেশন ছিল কার্গো জাহাজ হিসেবে। সুতরাং এটিতে যাত্রী থাকার কথা নয়। ধারণা করা হচ্ছে, জাহাজে থাকা একটি ছিদ্র এই ডুবে যাওয়ার কারণ। ওই  ছিদ্র দিয়ে ধীরে ধীরে পানি ঢুকে পড়ে এবং ইঞ্জিনরুম তলিয়ে যায়। এরপর জাহাজটি ডুবতে শুরু করে। আমরা জানি না ঠিক কখন এটি ডুবতে শুরু করে, তবে আমরা উদ্ধারকাজ শুরু করি সকাল ৯টায়।’

নিখোঁজদের সন্ধানে নৌবাহিনী এবং মেরিটাইম এজেন্সির তিনটি নৌকা কাজ করছে।
সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস, ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY