ওমিক্রন আতঙ্ক, নাগরিকদের বিনা মূল্যে সেলফ টেস্ট করাবে গ্রিস

গ্রিস সরকার ছুটির মৌসুমে সব নাগরিককে বিনা মূল্যে সেলফ টেস্ট কিট বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। যা দিয়ে তারা নিজেরাই তাদের কভিড টেস্ট করতে পারবে। করোনাভাইরাসের বিস্তার রোধে এমন ব্যবস্থা বলে জানানো হয়।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিদসোতাকিস মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের আগে বলেন, ‘এই সময়ে আমাদের একমাত্র অস্ত্র বেশি বেশি পরীক্ষা করা। প্রত্যেকে, টিকা নিয়েছেন বা নেননি, অবশ্যই সেলফ টেস্ট করাবেন।’

ফ্রি-টেস্ট প্রগ্রামটি গ্রিকদের নিরাপদে ছুটির মৌসুম কাটানোর কথা ভেবে করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি এবং সমাজকে থামিয়ে না দিয়ে বরং ঝুঁকি না নিয়েও ছুটির উৎসব করার প্রস্তুতি নিন।

যদিও এক কোটি ১০ লাখ মানুষের দেশ গ্রিসে এখন পর্যন্ত ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ২৬।

মিসোটাকিস বলেন, এথেন্স ২০২২ সালের প্রথম সপ্তাহে রেস্তোরাঁ, ক্যাফে এবং বারগুলোর জন্য দূরত্ব বজায় রেখে কাজ করার নীতি এবং খোলা ও বন্ধ করার সময় পর্যালোচনা করার পরিকল্পনা করেছে। সরকার মহামারির প্রবণতার ওপর ভিত্তি করে যেকোনো পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে তিনি স্কুল বন্ধ করার বিষয়টি প্রত্যাখ্যান করেন।

গ্রিসে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নন-ওমিক্রন ভেরিয়েন্টের নতুন সংক্রমণ হ্রাস পেয়েছে। তবে হাসপাতালে ভর্তি ও টিকা না নেওয়া রোগীদের ক্ষেত্রে মৃত্যুর হার অনেক বেশি।

LEAVE A REPLY