২০২১ সালে ইউরোপিয়ান ফুটবলের ৫ স্মরণীয় ঘটনা

করোনাভাইরাসের সংক্রমণে আগের বছর প্রায় পুরোটা সময় মাঠে খেলা গড়ায়নি। এ বছর পুনরায় ফুটবল ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফিরেছে। সারা বছর একাধিক রেকর্ড ভাঙাগড়া, স্মরণীয় মুহূর্ত, ইতিহাস সৃষ্টি হয়েছে ইউরোপিয়ান ফুটবলের জগতে। বছরের শেষ সময়ে এসে একনজরে দেখে নেওয়া যাক সেরা পাঁচ মুহূর্তগুলো।

১. দীর্ঘ ২৮ বছর ধরে মহাদেশের সেরা হওয়ার প্রত্যাশায় ছিল ফুটবলপাগল আর্জেন্টিনা। মতান্তরে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিরও জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের অপেক্ষা বহুদিনের। আর্জেন্টিনার হয়ে পর পর একাধিক ফাইনালে ব্যর্থতার পর এ বছরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

২. আর্জেন্টিনার মতো এত দীর্ঘ সময়ের অপেক্ষা না হলেও গত বিশ্বকাপে কোয়ালিফাই না করার পর ইতালিয়ান ফুটবলও তলানিতে ঠেকেছিল। তবে রবার্তো মানচিনির হাত ধরে আজুরিদের পুনরুত্থান ঘটে। ইউরো শিরোপা জয় তো বটেই, আন্তর্জাতিক ম্যাচে একটানা  অপরাজিত থাকার রেকর্ডও গড়ে মানচিনির কোচিংয়ে খেলা ইতালি।

৩. কোপা জয়ের আনন্দের প্রায় সঙ্গে সঙ্গেই আকাশ ভেঙে পড়ে মেসির মাথায়। চিরজীবন বার্সেলোনার হয়ে খেলার পর হঠাৎ করেই নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রিয় ক্লাবকে আর্থিক কারণে অশ্রুজলে বিদায় জানাতে বাধ্য হন মেসি। বহুল আলোচিত ট্রান্সফারে বার্সা ছেড়ে তিনি যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে।

৪. মেসির পাশাপাশি এই গ্রীষ্মেই দলবদল করেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। বহুদিন ধরেই পর্তুগিজ মহাতারকার জুভেন্তাস ছাড়া নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনা সত্যি করেই জুভেন্তাস ছেড়েছেন। এরপর একদম নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটির বদলে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে বেছে নেন সিআর সেভেন।

৫. বছরের শেষের দিকে খানিকটা বিতর্কিতভাবেই রবার্ট লেভানডোস্কিকে হারিয়ে ব্যালন ডি’অর জিতে নেন লিওনেল মেসি। এটি তাঁর সপ্তম ব্যালন ডি’অর শিরোপা, যা তাঁকে বিশ্বমঞ্চে পুনরায় সর্বকালের সেরা হওয়ার দিকে অন্তত ব্যক্তিগত ট্রফির বিচারে আরো এক ধাপ এগিয়ে দেয়।

LEAVE A REPLY