রাশিয়ায় দুই তুর্কি সাংবাদিক আটক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

রাশিয়ায় নাজগুল কেনঝেতে এবং এমিন কারাকাক নামের দুই তুর্কি সাংবাদিককে আটক করা হয়েছে। রাশিয়ায় তুর্কি সম্প্রদায়ের জীবনযাপন নিয়ে ভিডিও শুট করছিলেন তারা। তবে রাশিয়ার অভিযোগ, দুই সাংবাদিক রাশিয়া বিরোধী প্রপাগান্ডা ছড়াচ্ছিলেন, গোয়েন্দাগিরি করছিলেন। রাশিয়ার শাসনে তুর্কি জনগণ কতটা কষ্টে আছে সেটাই দেখানোর চেষ্টা করছিলেন এবং ইসলাম ধর্মের প্রচার করছিলেন। 

তবে নাজগুল কেনঝেতে এবং এমিন কারাকাকের প্রতিষ্ঠান জেজেডটি বলেছে, তারা বিশ্বের তুর্কি সম্প্রদায়ের সংস্কৃতির ভ্লগ করতে চেয়েছিলেন।
জেজেডটির সম্পাদক নাজগুল কেনঝে তুরস্কের ছোট তুর্কি সম্প্রদায়ের সাংস্কৃতিক অস্তিত্বের উপর তার স্নাতকোত্তর ডিগ্রি চালিয়ে যাচ্ছেন, এবং জেজেডটির অপর সম্পাদক কারাকাক স্থানীয় মানুষের সঙ্গীত, নাচ এবং খাবারের শুটিং করেছেন।রাশিয়ান প্রজাতন্ত্রের খাকাসিয়াতে তাদের হোটেলের সামনে রাশিয়ান সন্ত্রাসবিরোধী বাহিনী নাজগুল কেনঝেতে এবং এমিন কারাকাকে আটক করে। তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল, তাদের কাছে থাকা সমস্ত তথ্য নষ্ট করে ফেলা হয়। তাদের পক্ষে আইনজীবীও নিয়োগ করা হয়নি। পাশাপাশি চাপের মুখে ‘অপরাধ স্বীকার করার’ নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল।

সূত্র : জেজেডটি ও ডেইলি সাবাহ

LEAVE A REPLY