গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউস দখল করেছেন জো বাইডেন। পুরনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আবার নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বাইডেন।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ ওঠে। ওই সময় নিজের অংশ নেওয়ার প্রশ্ন এলে বাইডেন ‘হ্যাঁ’ বলেন।
তবে তিনি এও বলেন, দেখুন- আমি ভাগ্যের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। ভাগ্য আমার জীবনে অনেক, অনেকবার হস্তক্ষেপ করেছে। আমার শারীরিক অবস্থা এখন যেমন, তেমনটাই যদি থাকে, আমি যদি সুস্থ থাকি, তবে সত্যি আমি নির্বাচন করব।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়তে চান কি না—এমন প্রশ্নের জবাবে মৃদু হেসে বাইডেন বলেন, এবার কিন্তু আপনি (সাংবাদিক) আমাকে প্ররোচিত করছেন।
তবে বাইডেন বলেন, অবশ্যই লড়বো। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কেন লড়ব না?
তিনি যদি মনোনয়ন পান, তবে আমার নির্বাচনে লড়ার সম্ভাবনা বেড়ে যাবে।
সূত্র: সিএনএন।