‘শাস্ত্রী-কোহলির দাপট থামাতেই ধোনিকে মেন্টর করা হয়’!

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে ভারত। এরপর ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রী যুগের অবসান হয়েছে। টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি। এরপর ওয়ানডের নেতৃত্ব থেকেও তাকে সরানো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ‘মেন্টর’ ছিলেন সাবেক সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এতে দেশটির ক্রিকেটাঙ্গনে আনন্দের হিল্লোল বয়ে গিয়েছিল। কিন্তু ধোনির পরামর্শও ভারতকে নকআউট পর্বে নিয়ে যেতে পারেনি।

মেন্টর হিসেবে ধোনি এক টাকাও সম্মানী নেননি। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ বলেছিলেন, আইসিসির মেগা টুর্নামেন্টে ধোনির দারুণ সাফল্য, দীর্ঘ অভিজ্ঞতা আর ক্রিকেট জ্ঞানের কারণেই তাকে মেন্টর করা হয়েছিল। তিনি ক্রিকেটারদের ভালো পরামর্শ দিতে পারবেন- এমন ধারণা ছিল সবার। এবার ভারতের সাবেক পেসার অতুল ওয়াসন দাবি করেছেন, জাতীয় দলে কোহলি-শাস্ত্রী জুটির দাপট থামাতেই নাকি ধোনিকে নিয়োগ দিয়েছিল বিসিসিআই!

‘সিএনএন নিউজ-১৮’কে দেওয়া সাক্ষাতকারে ওয়াসন বলেছেন, ‘কোহলি-শাস্ত্রী জুটি নিজেদের ইচ্ছামত যাকে খুশি খেলাচ্ছিল। নিজেদের মনমতো দল গঠন করছিল। পুরো দলের নিয়ন্ত্রণ ছিল দুজনের হাতে। তাই দলে ভারসাম্য আনার জন্য ধোনিকে নিয়ে আসা হয়েছিল। শাস্ত্রী-কোহলি ভারতীয় ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছিলেন। তাই বোর্ড এমন কাউকে আনতে চেয়েছিল যার ইনপুট দলের কাজে আসে। সেইসঙ্গে দলে ভারসাম্যও বজায় থাকে।’

কোহলিকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক হিসাবে রোহিতের নাম ঘোষণা করায় কোনো ভুল দেখছেন না ওয়াসন, ‘ভারতে কেউ যদি বেশিদিন ক্রিকেট খেলে, সে নিজেকে ঈশ্বরের সমতুল্য ভাবতে থাকে। তারা তখন সবক্ষেত্রে বিশেষ মর্যাদা চায়। এই সিস্টেমটাই আসলে বদলানো উচিত। বোর্ডের সঙ্গে সম্পর্ক যদি খারাপ দিকে যায়, আর সেক্ষেত্রে বোর্ডের হাতে যদি আরও ভাল অপশন থাকে, তাহলে সংশ্লিষ্ট ক্রিকেটারের খারাপ লাগার কোনো কারণ নেই। থামার ইঙ্গিত পেলে একজন মানুষ হিসাবে তা গ্রহণ করা উচিত।’

LEAVE A REPLY